ডিপজল চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরে

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজলের হার্টে দুটি রি-ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এনটিভি অনলাইনকে দুবাই থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিপজলের বড় ছেলে শাদমান মনোয়ার অমি। তিনি বলেন, ‘আগামী ৯ ডিসেম্বর থেকে বাবার চিকিৎসা শুরু হবে। এটার একটা মেজর অপারেশন হবে, এনজিওগ্রাম করে এক্সটেনশন বসানো হতে পারে।

এর আগে ২০১৭ সালে হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসা নিতে হয়েছিল ডিপজলকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে বাইপাস অস্ত্রোপচার হয়। তারপর সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

শাদমান মনোয়ার অমি আরো বলেন, ‘বাবা এখন ভালো আছেন। এটা বাইরে খুব একটা বোঝা যায় না। আর কবে দেশে ফিরব, সেটা ডাক্তার ভালো বলতে পারবেন। এক মাসও লেগে যেতে পারে।’

এর আগে নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসা নিতে ডিপজল ঢাকা ছাড়েন ১ ডিসেম্বর। তিনি নিয়মিত সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও এবার ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিচ্ছেন।