ডিবি-সন্ত্রাসী গুলিবিনিময়ের মামলায় প্রতিবেদন ২১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : ঢাকার শ্যামপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ নভেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু আজিফ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

গত ১২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শ্যামপুর থানা এলাকার গেন্ডারিয়া নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময় হয়। এতে ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারী, তার সোর্স মৃদুল ও পথচারী সেলিম আহত হন। সেলিম পেশায় গাড়িচালক।

ওই ঘটনার পরের দিন ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম বাদী হয়ে শ্যামপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অস্ত্র ব্যবসায়ী রনি ওরফে পেট কাটা রনি ও শান্তর নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত তিন/চার জনকে আসামি করা হয়।