ডিমলার গয়াবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে আহত -১০

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীর ডিমলা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দশ জন আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার গয়াবাড়ীতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে নয় জন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ্য হলেও গুরুতর আহত অবস্থায় কাজী মানিক হোসেন (২৬) নামে এক ব্যাক্তিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ‘গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল সরকার (৪০) ও ভুক্তভোগী  কাজী মানিক হোসেন (২৬) সম্পর্কে আত্মীয় ও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধের এক পর্যায়ে রাসেল সরকার তার সঙ্গী জাদু মিয়া, নুরু কাজী, কাজী লিটন, কাজী জুয়েল, কাজী তুহিন  ও সফিয়ার রহমান নিয়ে কাজী মানিক হোসেনের উপর আতর্কিত হামলা চালায়। মানিকের চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা ও এলাকাবাসী এগিয়ে আসলে তাদেরকে মারতে থাকে। মারার এক পর্যায়ে রাসেল বাহিনী মানিক হোসেনকে ভোতা অস্ত্র দিয়ে আঘাত করলে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।’

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যাক্তি জানান,‘মানিকের বাবা প্রতিবন্ধী হওয়ায় এবং তাকে সহযোগীতা করার মত তেমন কেউ না থাকায় রাসেল সরকার জোর করে মানিকের পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে। রাসেল ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ায় তাকে কেউ কিছু বলতে গেলে সে যুবলীগের ক্ষমতা দেখায়।’

এ বিষয়ে অভিযুক্ত গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল সরকার সরকারের সাথে কথা বলতে গেলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন,‘তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে এবং বিজ্ঞ আদালতে একটি মামলা চলমানও রয়েছে। আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’