ডিমলায় আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে পল্লীশ্রী’র গোলটেবিল বৈঠক

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বোরবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পল্লীশ্রী রি-কল প্রতীক প্রকল্পের আয়োজনে ২৫জন সিবিও নেত্রীর সাথে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের এ গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রতিকের সিবিও নেত্রী (কৃষি গবেষক) সালেহা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী শ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, উপজেলা ডিজিটাল তথ্য কেন্দ্রের রনি ইসলাম, টেপাখড়িবাড়ী ইউনিয়নের মিজানুর রহমান, প্রজেক্ট অফিসার মকিম চৌধুরী ফিল্ড ফেসিলেটর সুমিত্রা রানী প্রমুখ। তিস্তার পাড়ের বসবাসত দরিদ্র ও হতদরিদ্র নারীদের মাঝে পল্লীশ্রী’র উদ্দ্যোগে দেয়া ১শ স্মাট ফোন পেয়ে কৃষি,গাভী পালন, সহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বিশেষ ভুমিকা পালন করে নিজেদের ভাগ্যের অবাক করা পরিবর্তন এনেছেন চরা লের এই সব নারীরা।