ডিমলায় মোটরসাইকেল চোরসহ ৬জন গ্রেফতার

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীর ডিমলায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৬জন গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সদস্য জলঢাকা উপজেলার পশ্চিম কাঠালি গ্রামের খলিলুর রহমানের পুত্র আলমগীর হোসেন (২৪), একই গ্রামের ইউছুব আলীর পুত্র ফজেদুল ইসলাম (২৪)। অপরদিকে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন মামলায় গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের মকদুম খানের পুত্র আজম খান (৩০), গাজা সেবনের অপরাধে বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামের মোক্তার হোসেনের পুত্র ইয়াকুব আলী (২২), একই এলাকায় সাহাজ উদ্দিনের পুত্র ময়নাল হোসেন (২৮) ও মধ্যম সুন্দরখাতা গ্রামের মৃত কালু পাগলার পুত্র আব্দুল মালেক (২৭)কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র আনোয়ারুল ইসলামের বাড়ীতে গ্রীল কেটে মোটরসাইকেল নিয়ে আন্তঃজেলা চোর চক্রের দলটি পালানোর সময় শালহাটি ক্যানেল সংলগ্ন এলাকায় লোকজন আটক করে। এ সময় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২জন চোরসহ ও আনোয়ারুলের ডিসকভার চুরি যাওয়া ১২৫ সিসি (নীলফামারী-হ ১১-৯৪১৩) উদ্ধার করে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন আটককৃত ২জন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।