ডিম দিয়ে রূপচর্চা

খাবার হোক কিংবা ত্বক, চুল, নখ ডিমের গুনাগুন অজস্র। ডিম ত্বকের কোষের বিকাশেও ভীষণ ভাবে সহায়তা করে।

ডিমের ফেস প্যাক

  • ডিমের কুসুম শুষ্ক ত্বক ময়েশ্চারাইজ ও ত্বক নরম-কোমল করতে বিশেষ সহায়ক। এর জন্য সাধারণত একটি ডিমের কুসুম এবং এক চা-চামচ মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করা হয়। এ পদ্ধতিতে পরিষ্কার ত্বকে প্যাকটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে বেশ উপকার পাওয়া যায়।
  • ত্বকের ভাঁজ পড়া এবং কালচে ভাব দূর করতেও ডিম বেশ উপকারী। এ সমস্যা দূর করতে মটর ডাল বাটা, বাঙ্গির খোসা, ডিমের কুসুম, কয়েক ফোঁটা লেবুর রস ও মধুর মিশ্রণ ব্যবহার করুন।

ডিমের হেয়ার প্যাক

  • ডিম ১টি, অলিভ অয়েল ১ চা-চামচ, অরগ্যানিক মধু ১ চা-চামচ, রোজমেরি এসেনশিয়াল অয়েল ১ ড্রপ, টিট্রি এসেনশিয়াল অয়েল ১ ড্রপ সব উপকরণগুলি একটি পাত্রে নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি শুকনো চুলে ভাল করে দিতে হবে। চুলে দিয়ে ১ঘণ্টা মত রেখে দিন। তারপর শ্যাম্পু অথবা অ্যাপল সিডার ভিনিগার দিয়ে চুলটি ধুয়ে ফেলুন।