ডিসেম্বর মাসেই উৎক্ষেপণ করা হবে স্যাটেলাইট বঙ্গবন্ধু

সচিবালয় প্রতিবেদক :  দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ আগামী ডিসেম্বর মাসেই উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার দুপুরে সচিবালয়ে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১-এর নির্মাণ কাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি জানান।

প্রতিমন্ত্রী জানান, স্যাটেলাইট তৈরি হচ্ছে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস অ্যালেনিয়া স্পেসে। থ্যালেসে স্যাটেলাইট তৈরির কাজ শেষে এটি উৎক্ষেপণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হবে। সেখানে আরেক মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মাধ্যমে তা উদ্বোধন করবেন।

গত ২০ মে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী তারানা হালিম ও সচিব শ্যামসুন্দর শিকদার ফ্রান্সে গিয়েছিলেন। সেখানে স্যাটেলাইট তৈরির কর্মযজ্ঞ পরিদর্শন শেষে এসে তিনি এসব তথ্য জানান।