ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০১ জনে দাঁড়ালো।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে, আক্রান্তদের মধ্যে রাজধানীতে ২১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১০ জন ভর্তি হন। চলতি বছরে (১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর) এ নিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৭ হাজার ৮৭০ জন ডেঙ্গুরোগী ভর্তি হলেন। এদের মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৫৫৬ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩১ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ৯ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।