ডেঙ্গু: দেশে আরও ২৭০ জন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৪৫ জনসহ অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৯৩ জন। এ নিয়ে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ জনে।

আজ বৃহস্পতিবার(১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭০ জনের দেহে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৪০ জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩১ জন মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।