ডোনাল্ড ট্রাম্পের নীতি পছন্দ না হলে চাকরি ছেড়ে দাও

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উদ্দেশে হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি পছন্দ না হলে চাকরি ছেড়ে দাও।’

ট্রাম্পের নীতির সঙ্গে দ্বিমত পোষণকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে ব্যবস্থা নেওয়া শুরু করেছে হোয়াইট হাউস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সহনশীল ও উদারপন্থি কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের অনুসারীদের বিভাজন সুস্পষ্ট হয়ে উঠছে।

শরণার্থীদের নিষিদ্ধ করে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করায় তার বিরুদ্ধে সমালোচনায় যোগ দিয়েছেন বেশির ভাগ মার্কিন আমলা। এ খবর ছড়িয়ে পড়ার পর তাদের উদ্দেশে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার মঙ্গলবার বলেন, ‘এ নিয়ে আমলাদের সমস্যা কোথায়? তাদের এ কার্যক্রমের সঙ্গে থাকা উচিত অথবা তারা চলে যেতে পারেন।’

শরণার্থী নিষিদ্ধ করার বিষয়ে আমলাদের বক্তব্য হলো- ‘এটি আমেরিকার মূল্যবোধের বিরুদ্ধে’ এবং ‘বিরূপ প্রতিক্রিয়াপূর্ণ’। এ বিষয়ে স্পাইসার বলেন, ‘কারো যদি এ বিষয়ে (প্রেসিডেন্টের নীতি) সমস্যা থাকে, তখন এটি প্রশ্ন হয়ে দাঁড়ায়, তার পদে বহাল থাকা উচিত কি উচিত নয়।’

হোয়াইট হাউসের এ পদক্ষেপ নেওয়ার আরো একটি কারণ হতে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকারের শরণার্থীদের সুরক্ষা দেওয়ার উদ্যোগ। কেন্দ্রীয় সরকারের দমননীতি থেকে শরণার্থীদের রক্ষায় আইন করতে যাচ্ছে ডেমোক্র্যাটদের আধিপত্যের রাজ্য ক্যালিফোর্নিয়া প্রশাসন। এ আইন পাস হলে অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতা করতে পারবে না পুলিশ।

ক্যালিফোর্নিয়ায় এমন ২০০টি শহর রয়েছে, যেখানে অবৈধ অভিবাসীদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কোনো আইন খাটে না। তবে ক্যালিফোর্নিয়ার অপেক্ষাকৃত পিছিয়ে পড়া গ্রামীণ কাউন্টিগুলোয় ট্রাম্পের সমর্থন বেশি।