ডোমারের মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা : বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জন

ডোমার প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী আজ। দেবী দুর্গার সামনে সিঁদুর খেলায় মেতেছিলেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। তবে পুরুষেরাও আনন্দে মেতেছেন। বিসর্জনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হলো।
বুধবার (৫ই অক্টোবর) সকালে নীলফামারী জেলার ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দির, নিউ মিলন সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী সন্ন্যাসী দুর্গা মন্দির সহ উপজেলার ১০২টি পূজামণ্ডপে বিজয়া দশমী উপলক্ষ্যে নারী-পুরুষ একসাথে মেতেছিলেন সিঁদুর খেলায়। বিবাহিতদের সিথিতে ও অবিবাহিতদের গালে, কপালে সিঁদুর ছুঁইয়ে ঢাকের তালে নেচে-গেয়ে উদযাপন করেন সনাতনীরা।
নতুন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নারী কল্পনা সাহা বলেন, দেবী দুর্গা মা পৃথিবীতে এসেছেন আমাদের মঙ্গলের জন্য। আমরা তার কাছে সবার মঙ্গল প্রার্থনা করছি। আজ দেবী দুর্গা মা স্বর্গে ফিরবেন, আমরা বড়-ছোট সবাই মিলে সিঁদুর খেলায় মেতেছি।
ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমরজিৎ সাহা জানান, দেবী দুর্গার কৈলাশ যাত্রা শেষ হলো আজ। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি তার পূজা-অর্চনা করার। আমাদের দুর্গোৎসব সুন্দরভাবে উদযাপনে সহায়তা করায় প্রশাসনকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এরপর বিকাল থেকে শুরু হয় দেবী দুর্গার প্রতীমা বিসর্জন। প্রত্যেক মণ্ডপ এলাকার ছোট-বড় সবাই মিলে ঢাক-ঢোল পিটিয়ে ও আবেগঘন ভালবাসার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শেষ করলো হিন্দু ধর্মাবলম্বীরা।