ডোমারে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

মোঃনজমুল আলম. ডোমার( নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইনের ধারে এক নবজাতকের পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার (২১শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের ডোমার বাজার রেলগেট মোড়ের উত্তরে রেললাইনের ধারে স্থানীয় মকছেদ আলীর স্ত্রী জান্নাতুল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পায়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় দেখা যায়।
খবর পেয়ে ডোমার থানা পুলিশের এসআই লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলটি ঘিরে রাখেন। এরপর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম ও ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী সরজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম জানান, স্থানীয় জান্নাতুল নামের এক নারী মাংসের প্যাকেটের মতো সদৃশ কিছু দেখতে পান। পরে কাছে গিয়ে দেখেন ৫/৬ মাস বয়সের নবজাতক শিশুর মরদেহ। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনকাজ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।