ডোমারে স্কুল পর্যায়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম উদ্বোধন

মোঃনাজমুল আলম, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় স্কুল পর্যায়ের প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্ষুদে ডাক্তার কার্যক্রম-২০২৩’ এর উদ্বোধন করা হয়েছে আজ।
সোমবার (৬ই ফেব্রুয়ারী) সকালে উপজেলার বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত স্কুল পর্যায়ে ‘ক্ষুদে ডাক্তার কার্যক্রম-২০২৩’ এর উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
পরে, কার্যক্রমের অংশ হিসেবে কয়েকজন শিক্ষার্থীকে ক্ষুদে ডাক্তার বানিয়ে অন্যান্য শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।