ডোমারে ১১ জুয়ারীর ভ্রাম্যমান আদালতে সাজাঁ

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ- নীলফামারী জেলার ডোমার উপজেলায় জুয়া খেলার অপরাধে ১১ জুয়ারীকে তিনদিন করে জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক  সাবিহা সুলতানা এই রায় প্রদান করেন।            সাজাপ্রাপ্তরা হলোঃ-পৌরসভার চিকনমাটি গ্রামের আবির আলীর পুত্র শফিকুল ইসলাম (৪৩), একই গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আলী হোসেন(৩৫) ,সবুজ পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফারুক (৩৩),শহিদুল ইসলামের ছেলে মশিয়ার রহমান (২৮),মৃত আব্দুল গনির ছেলে ফজলুল হক ফুলু (৩৫),মৃত মহির উদ্দিনের ছেলে রশিদুল (৪৭),কলেজপাড়ার জামাল উদ্দিনের পুত্র বেলাল হোসেন (২৭),চান্দিনাপাড়ার মাসুদ হোসেনের পুত্র কাবুল (৫০),মোহাম্মদ আলীর পুত্র আনজারুল হক (৩০),সাহাপাড়ার মৃত মকিম উদ্দিনের পুত্র আনজারুল (৫০) ও কাজী পাড়ার শামসুল হকের পুত্র সাবু(২৪)।ডোমার থানার এসআই মোঃ আরমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নীলফামারীর সদর সার্কেল (এ এস পি) ফিরোজ কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাসষ্টান্ডের ট্র্রাক লরী শ্রমিক ইউনিয়ন অফিস থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে। মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা  ১১ জন জুয়ারীর প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুপুরেই তাদের জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।