ঢাকার আকাশে থাকবে মেঘ, দিনভর বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাতে থেমে থেমে বৃষ্টি নামছে। আজ প্রায় সারাদিনই ঢাকার আকাশে থাকবে মেঘ, রয়েছে থেমে থেমে দিনভর বৃষ্টির সম্ভাবনা।

আজ সোমবার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীসহ ঢাকায় সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলতে পারে সারাদিন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আবহাওয়ায় বৃষ্টির ফোঁটায় সারাদেশে তাপমাত্রা কমবে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্ট ও ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৫ মি.লি.।