ঢাকার ধামরাইতে বালিথা বাথুলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত এক

মোঃ বজলুর রহমান, সদর প্রতিনিধি, মানিকগঞ্জঃ প্রচন্ড শীত, মাঝে হালকা কুয়াশা, গাড়ি চলছে বেপরোয়া গতিতে ৷ কারো কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ একটা বিকট শব্দ শুনে অনেকক্ষণ পর কয়েকজন এগিয়ে গেল কি হয়েছে তা দেখার জন্য। তারা দেখল রাস্তায় একটি নিথর দেহ পড়ে আছে। কিন্তু ,কাছে যেতেই তারা ভয়ে দূরে সরে যাচ্ছিল ৷ স্থানীয় লোকেরা কেউ তাকে চিনতে পারছিল না। কেননা , তাকে চেনার চেহারা ছিল সম্পূর্ণ বীভৎস। শুধুমাত্র পরনের গেঞ্জি ও লুঙ্গি ছাড়া কিছুই বুঝা যাচ্ছিল না ৷
ঘটনাটি ঘটেছে ১৭-ই ডিসেম্বর রোজ শুক্রবার রাত আনুমানিক ৮-টার দিকে। ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকা জেলার অন্তর্ভুক্ত ধামরাই থানার বালিথা-বাথুলী নামক স্থানে মর্ম্বান্তিক এ দুর্ঘটনাটি ঘটে ৷
 দুর্ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীর মধ্যে কেউ একজন পুলিশকে ফোন দেয়। সাথে সাথে মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশের এস, আই আলমগীর হোসেনের নেতৃত্বে একটি ফোর্স দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং সেখান থেকে চেহারা বিকৃত অবস্থায় একটি বীভৎস লাশ উদ্ধার করে ৷
নিউজ লেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় গোলড়া হাইওয়ে থানা আপাতত লাশটি ময়নাতদন্তের জন্য বেওয়ারিশ হিসেবে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করে বলে জানান তিনি।