ঢাকার প্রবেশপথে পুলিশের কঠোর নজরদারি

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনা ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনও অস্বস্তিতে বিশ্ববাসী। বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বুধবার (১৪ এপ্রিল) ভোর ছয়টা থেকে কঠোর লকডাউন (বিধি-নিষেধ) শুরু হয়েছে। এই লকডাউনে ঢাকা সিটিতে ঢোকার পথে কঠোর অবস্থান নিয়েছেন পুলিশ।

অতি প্রয়োজন ছাড়া কেরানীগঞ্জের আশপাশ থেকে আসা কাউকে ঢাকা শহরের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

লকডাউন ঘোষণা করে গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। চলমান বিধি-নিষেধের আটদিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা খোলা রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা।

এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনা-বেচা করা যাবে ছয় ঘণ্টা।