ঢাকার সব খালে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরের মধ্যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার দখলে থাকা ৫৮টি খাল ও জলাধারের ওপর সকল ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দখলকৃত খালসমূহ পুনরুদ্ধারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আগামী ‍দুই সপ্তাহের মধ্যে দখলকৃত খালসমূহ পুনরুদ্ধারে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে ঢাকার জেলা প্রশাসককে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত ২৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত উপরি উক্ত আদেশ দেন।