উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার

ঢাকায় আনসার আল ইসলামের এক সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ মে) সন্ধ্যায় র‍্যাব-২ এর একটি আভিযানিক দল ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে উগ্রবাদী বই ও লিফলেটসহ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৩ মে) র‌্যাবের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ সংবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়. গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি আভিযানিক বুধবার সন্ধ্যা ৭টায় কেরানীগঞ্জ থানার ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. রায়হান ফৌজদার (৩৩) গ্রেফতার করে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রায়হান ফৌজদার বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক, উগ্রবাদী বিভিন্ন পোস্ট করতেন। এছাড়া উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা ও লিফলেট হতে জঙ্গিবাদে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেফতার রায়হান ফৌজদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।