ঢাকায় এসেছেন নতুন বোলিং কোচ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ শনিবার রাতে ঢাকায় এসেছেন।

শনিবার রাত সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ওয়ালশ।

গত বৃহস্পতিবার বিসিবি এক বিবৃতিতে ওয়ালশের দায়িত্ব নেওয়ার খবরটি নিশ্চিত করে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই ফাস্ট বোলারের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে বিসিবির।

রোববার বিসিবির সঙ্গে তার চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। মাশরাফি-মুশফিকদের সঙ্গে ওয়ালশের পরিচয়ও হবে এদিন।

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম নির্বাচক ছিলেন ওয়ালশ। সেখানে তার দুই বছরের চুক্তি শেষ হয়েছে গত মাসে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার ছিলেন তিনি। ছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালওয়াসের পরামর্শক। কোচের ভূমিকায় বাংলাদেশ দলের সঙ্গেই প্রথম কাজ করতে যাচ্ছেন।

২০০১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ওয়ালশের উইকেটসংখ্যা ৫১৯। একটা সময় তিনিই ছিলেন টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি। ২০৫ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ২২৭টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২৯ ম্যাচে উইকেট নিয়েছেন ১ হাজার ৮০৭টি।