ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন আর লঞ্চে করে ফিরছেন পরিবারের সঙ্গে ঈদ করতে যাওয়া মানুষ।

বৃহস্পতিবার ট্রেনে করে যাত্রীরা ফিরলেও কমালপুর রেল স্টেশনে তেমন চাপ নেই। নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো স্টেশনে পৌঁছেছে।

স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, আজ দুপুর পর্যন্ত মোট ১৮টি ট্রেন চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কমলাপুর এসে পৌঁছায়। তবে প্রতিটি ট্রেনে যাত্রীদের বাড়তি চাপ ছিল না।

মতিঝিলের এজিবি কলোনির বাসিন্দা আজগর শেখ বলেন, ‘জরুরি প্রয়োজনে থাকায় চলে আসতে হয়েছে। তবে স্ত্রী সন্তানকে রেখে আসতে হয়েছে। চট্টগ্রাম থেকে নির্দিষ্ট সময় ট্রেন ছেড়েছে। তবে ট্রেনে যাওয়ার দিন যেভাবে বেগ পেতে হয়েছিল আসার সময় তার চিত্র সম্পূর্ণ ভিন্ন।

রংপুর থেকে আসা মালিবাগের হেলালউদ্দিন ভূঁইয়া বলেন, ‘ভাই বাড়ি থেকে আসতে মনে চাই না। কিন্তু কী করার। ঢাকায়তো ছোট ব্যবসা আছে। এ কারণে একটু আগে আসা।’

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘এখনো ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়েনি। দু’একদিনের ভেতর ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে। অগ্রিম টিকিট যারা কেটে রেখেছিলেন কেবল তারাই আসছেন।’