ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : ১৬ হাজার ৯০১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী জানান, আজকের একনেক সভায় ৩৪ হাজার ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকার পাঁচটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি একটি মেগা প্রকল্প। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে সেতু বিভাগ। বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে সেপ্টেম্বর ২০১৭ থেকে জুন ২০২২ সাল পর্যন্ত। তিনি বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সাথে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারী আব্দুল্লাপুর-আশিুলিয়া, বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশে হ্রাস পাবে। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা অনুসারে প্রস্তাবিত এলাইনমেন্টটি ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে শুরু হয়ে আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই প্রকল্পে সরকার দেবে ৫ হাজার ৯৫১ কোটি ৪১ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য পাওয়া যাবে ১০ হাজার ৯৪৯ কোটি ৯১ লাখ টাকা।