ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মিশ্র প্রতিক্রিয়া

আব্দুল্লাহ তুহিন ঃ- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কে হবেন উত্তরের নগর পিতা ? কেউ কেউ বলেন আওয়ামী লীগের একাদিক পার্থী রয়েছে, বিএনপিতেও গুঞ্জন চলছে।

কে পাবেন নগর পিতার টিকিট ? আলোচনায় সমলোচনায় মুখরীত হচ্ছে উত্তর সিটির চা-স্টলগুলো। গত কয়েকদিন আগে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে বিশিষ্ঠ ব্যবসায়ী আতিকুল ইসলামের কথা মুখে মুখে শোনা যায়। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতারা ও সাধারণ কর্মী অনেক এই আতিকুল ইসলামকে তেমন বেশি চিনেন না বলেই ধারণা।

বিএনপিতেও শোনা যাচ্ছে তৃণমূল নেতা কর্মীরা বলছেন, কে হবে এবার বিএনপির পার্থী ? সর্বশেষ আমাদের অনুসন্ধানে জানা যায়, সাধারণ মানুষের মাঝে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের আনন্দের আমেজ এখন থেকেই বিরাজমান। এখন দেখা যাবে তফসিল ঘোষণার পরে কে পাবে এই মহা-মূল্যবান দায়িত্ব। প্রায়ও তো আনিসুল হকের অসমাপ্ত কাজ কে সমাপ্ত করবে। নাকি এভাবেই থেকে যাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।