ঢাকা কলেজের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণ, থমথমে অবস্থা

ঢাকা কলেজের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেল পৌঁনে পাঁচটার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ পর্যন্ত অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ঢাকা কলেজের সামনে নিউ মার্কেটের ব্যবসায়ীরা অবস্থান নিয়েছে। ফলে নীলক্ষেত-সাইন্সল্যাবের উভয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বর্তমানে ঢাকা কলেজ ও নিউজ মার্কেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে গতকাল মঙ্গলবার থেমে থেমে দিনভর সংঘর্ষ চলে। এ সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামে কুরিয়ার সার্ভিসকর্মী গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান। এ ছাড়া আরও একজন আইসিইউতে রয়েছেন। সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।