ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো আইপিইউ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন।

ঢাকা ঘোষণায় বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যমত, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাসহ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে।

বুধবার বিকেলে সম্মেলন শেষে হল অব ফেমে এ ঘোষণা দেন আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।

এ সময় সম্মেলনের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আইপিইউর মহাসচিব মার্টিন চুংগং, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউ ছিল এ সম্মেলনের আয়োজক।

শনিবার ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, এমপিসহ প্রায় দেড় হাজার ডেলিগেট নিয়ে আইপিইউর সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।