ঢাকা-১৪ উপ-নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

elec

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ আসন্ন ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বৃহস্পতিবার (১৭ জুন) মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত তথ্যের সঠিকতা পাওয়া যায়নি। আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকার সঠিকভাবে মনোনয়নপত্র ও জামানতের টাকা জমা না দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) এই আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এই তথ্য জানান।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফ-এর এ ওয়াই এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫, আসন ৩টিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন। মনোয়নপত্র বাছাই আজ ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুলাই।