ঢাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে নিয়ম ভঙ্গ করে শিক্ষক নিয়োগের অভিযোগ ওঠেছে।

চার শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে সিন্ডিকেট সভার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে নয়জনকে। এছাড়া নিয়োগপ্রাপ্তদের মধ্যে তিনজন হচ্ছেন অনার্স পাশ। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন অনেকেই।

শুধু অর্নাস পাশ হয়ে কেউ কী করে ঢাবির শিক্ষক হতে পারেন- এই প্রশ্ন তুলে অনেকে বলেছেন, ‘তাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে।’

গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় মোট নয়জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। নিয়ম অনুযায়ী লেকচারার পদে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে। কিন্তু নিয়োগপ্রাপ্ত তানভীর আহমেদ, নূরুস সাকিব ও সজীব বড়ুয়ার শিক্ষাগত যোগ্যতা শুধু অনার্স পাস। জানা গেছে, তারা তিনজনই বুয়েট থেকে স্নাতক পাশ করে বর্তমানে মাস্টার্সে পড়ছেন। তবে সিন্ডিকেটের সভায় অনেক সদস্য এই নিয়োগের বিরোধিতা করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মাস্টার্স সম্পন্ন করার পর তাদের চাকরি স্থায়ী করা হবে। এর আগে তারা অস্থায়ী হিসেবে থাকবেন।’

নিয়োগপ্রাপ্ত নয়জনের মধ্যে এই তিনজন ছাড়া বাকিরা হলেন মো. সিরাজুর রহমান, মো. শাহরুজ্জামান, শান্তা বিশ্বাস, মো. মিনহাজুল ইসলাম, সৈকত চন্দ্র দে ও মো. সাজেদুল ইসলাম।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম নুরুল আমিন বলেন, ‘বিভাগে শিক্ষক নিয়োগের বিষয়ে আমি কিছু জানিনা। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সিন্ডিকেট মেম্বারদের প্রশ্ন করেন।’

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামানকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয় নিয়োগ কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে আছি। এখন এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

এর আগে এ বিভাগের চারজন শিক্ষক শিক্ষা ছুটিতে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যলয়ে যোগ না দেওয়ায় তাদের পদগুলো শূন্য ঘোষণা করা হয়।