ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের কেন্দ্রে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদের কেন্দ্রের ৫০৬ নম্বর কক্ষের আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বদরুজ্জামান ভুঁইয়া বলেন, ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদের কেন্দ্রের ৫০৬ নম্বর কক্ষের আগুন লাগে। তবে কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগলেও শিক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে বলে জানান অধ্যাপক ড. বদরুজ্জামান ভুঁইয়া।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।