ঢাবি ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন ও চ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শনিবার চ ইউনিটে ১৩৫টি আসনের জন্য মোট ১০ হাজার ২৪৩জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে (১-১,৫০০) ক্রমিক পর্যন্ত মোট এক হাজার ৫০০ জন ছাত্র-ছাত্রী আজ অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষা চারুকলা অনুষদ ও ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।