ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৮

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে ওই ইউনিটের পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তরিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে নীলক্ষেত হাইস্কুল কেন্দ্র থেকে, আবদুল্লা আল মুহসি, আজিজুল আবিদ খানকে ঢাবির কার্জন হল থেকে, লিমন হোসেনকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে, রাব্বিক হাসান মুনকে সিদ্ধশ্বরী গার্লস কলেজ থেকে, তাসকিনূর রায়হান তমালকে মোহাম্মদপুর আলহাজ্ব মোকবুল হোসেন কলেজ থেকে, তৌহিদুল ইসলাম সবুজ ও এনামূল হককে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে জালিয়াতির অভিযোগে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাদের আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেয়। আটককৃতদের বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অফিসে রাখা হয়েছে। প্রক্টর আমজাদ আলী জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।