ঢাবি হারিয়েছে অনেক গুণীজনকে

নিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হারিয়েছে অনেক গুণীজনকে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে গণিতবিদ, ভাষা বিজ্ঞানী, মৃত্তিকা বিজ্ঞানী, শিক্ষাবিদ রয়েছেন।

এ ছাড়া মৃত্যবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা। অকালমৃত্যু হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ৫ মেধাবী ছাত্রের।

৩০ জানুয়ারি সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. আবদুল জব্বার। ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের বোস্টনে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রাক্তন বিভাগীয় চেয়ারম্যান, বাংলাদেশ গণিত সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ গণিতজ্ঞ অধ্যাপক ড. শ ম আজিজুল হক মৃত্যুবরণ করেন। ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোর নিজ বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, বিশিষ্ট ভাষা বিজ্ঞানী ড. আফিয়া দিল মৃত্যুবরণ করেন। ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জিয়াউদ্দিন আহম্মদ মৃত্যুবরণ করেন। ২৩ এপ্রিল বার্ধক্যজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষক ডা. গোলাম হায়দার মৃত্যুবরণ করেন। ২৬ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে বিশিষ্ট সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক মাহফুজুল হক খান মৃত্যুবরণ করেন।

১৩মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমান মৃত্যুবরণ করেন। ১৩ জুন বার্ধক্যজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ২ আগস্ট গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান মৃত্যুবরণ করেন। তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

২ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রবীণ অধ্যাপক ড. মো. আহসানুল হক। ২ অক্টোবর সকালে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুর রশিদ মৃত্যুবরণ করেন। ১৭ অক্টোবর বামপন্থী আন্দোলনের প্রবীণ নেতা বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অজয় রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

২৭ নভেম্বর রাতে ভারতের একটি হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মৃত্যুবরণ করেন। ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান সামসুল আরেফিন মৃত্যুবরণ করেন। ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রবীণ অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম মৃত্যুবরণ করেন।