তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া হবে না। সবদেশেই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হয়ে থাকে। এখানেও হবে। তাই দাবি দাওয়া পেশ না করে নির্বাচনমুখী হোন।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৬ সাল ছিল রাজনৈতিক স্থিতিশীলতার বছর। যারা অস্থিতিশীল করতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে তারা ৯৩ দিন হরতাল-অবরোধ করে অর্থনীতির ক্ষতি করেছে। কিন্তু, এখন তারা উপলব্ধি করেছে, এই পথ সঠিক নয়।

বিএনপিকে উদ্দেশ্যে তিনি আরো বলেন, এর আগে নির্বাচনে না গিয়ে আপনারা ভুল করেছেন। ঐ সময়ে ৪টি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। বিজয়ের আনন্দ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু করেননি। ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। এটা কোনো অন্যায় নয়।

বাংলাদেশসহ ২১ দেশের অংশগ্রহণে রোববার থেকে শুরু হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭। রোববার সকাল ১০টায় মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।