তথ্য ও প্রযুক্তি নিয়ন্ত্রণে নতুন কৌশলে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। খুব শিগগিরই বিশ্বের সবচেয়ে বেশি তথ্য করায়ত্ত করতে যাচ্ছে চীন। অর্থনীতি বিষয়ক জাপানের গণমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদন বলছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বের মোট তথ্যের প্রায় ৪৮ দশমিক ৬ জেটাবাইট তথ্য সংরক্ষিত থাকবে চীনের কাছে; যা বিশ্বের মোট তথ্যের প্রায় ৩০ শতাংশ।

অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য, তথ্যভাণ্ডার নিয়ন্ত্রণে নতুন নতুন নানা পদক্ষেপ নিচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টি ও প্রেসিডেন্ট শি জিনপিং।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে- সম্প্রতি দেশটির পার্লামেন্টের অধিবেশনে নিজের পদ-পদবি বৃদ্ধিসহ দেশটির প্রযুক্তি, অর্থনীতি ও তথ্যভাণ্ডারের নিয়ন্ত্রণে নতুন নীতি প্রণয়ন করেছে চীন।

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশিয় প্রযুক্তিকে শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছেন শি জিনপিং। প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার লক্ষ্য চীনের।

চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল পার্টি স্কুলের জার্নাল ‘স্টাডি টাইমস’-এর সাবেক সম্পাদক বলেছেন, প্রযুক্তি খাতে বিপ্লবী পরিবর্তন আনতেই সেন্ট্রাল সায়েন্স ও টেকনোলজি কমিশন গঠন করেছেন শি জিনপিং।

স্থানীয় সরকারপর্যায়ে দেশে বেশ কয়েকটি ‘ডেটা ম্যানেজমেন্ট’ ব্যুরো প্রতিষ্ঠা করেছে চীন সরকার। বলা হচ্ছে- বিভিন্ন বড় আকারের অনলাইন ওয়াচডগ, সাইবারস্পেস, অর্থনৈতিক পরিকল্পনাবিদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন থেকে মেধাবীদের নিয়ে এ ব্যুরো পরিচালিত হবে।

চীনজুড়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে দুটি বিভাগ খোলা হয়েছে। প্রথমটি, সেন্ট্রাল ফিন্যান্সিয়াল কমিশন। দ্বিতীয়টি, সেন্ট্রাল ফিন্যান্সিয়াল ওয়ার্ক কমিটি। চীনের অর্থনৈতিক উন্নয়নে বেশ ভূমিকা রাখবে এ দুটি বিভাগ।

সূত্র: এএনআই