তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মত প্রকাশের প্রতিবন্ধকতার মতো কিছু থাকবে না

সচিবালয় প্রতিবেদক : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মত প্রকাশের প্রতিবন্ধকতার মতো কিছু থাকবে না।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ‘বিতর্কিত’ ৫৭ ধারা নিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

বুধবার সচিবালয়ে ‘ডিজিটাল সিকিউরিটি আইন, ২০১৭’ এর খসড়া চূড়ান্তে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়েও আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস এ ৫৭ ধারা সেভাবে থাকবে না এবং ফ্রিডম অব স্পিচ (বাক স্বাধীনতা) রক্ষা করার জন্য যেসব চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার সেগুলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সম্প্রচার আইনে থাকবে।’

তিনি বলেন, ‘আজকে এটি (ডিজিটাল সিকিউরিটি আইন) চূড়ান্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্মতির জন্য শিগগিরই পাঠানো হবে।’