তবুও হাল ছাড়ছেন না কামাল কিলিচদারোগ্লু

আন্তর্জাতিক ডেস্কঃ লাগামহীন মূল্যস্ফীতি, ভয়াবহ ভূমিকম্প পরবর্তী সংকট মোকাবিলায় ব্যর্থতা; ধারণা করা হয়েছিল বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নেবেন। প্রথম ধাপের নির্বাচনের আগে বেশ চাপেই ছিলেন এরদোগান।

তবে দ্বিতীয় ধাপের আগে যেন পাশার দান উল্টে গেছে। ৫ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থান অর্জন করা সিনান ওগানকে ভাবা হচ্ছে রান-অফের কিংমেকার। সেই ওগানের সমর্থনও পেয়েছেন এরদোগান।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ক্যারিয়ারে এক ডজনেরও বেশি নির্বাচনে জয় পাওয়া এরদোগানের আবার ক্ষমতায় যাওয়ার শুধু আনুষ্ঠানিকতাই বাকি।

ছয়-দলীয় বিরোধী জোটের সমর্থন নিয়ে বেশ জোরেশোরেই প্রচার চালিয়েছিলেন প্রতিপক্ষ কামাল কিলিচদারোগ্লু। যদিও হাল ছাড়ছেন না কামাল কিলিচদারোগ্লু।

প্রথম ধাপে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় নিজের অবস্থান বদলে ফেলেছেন তিনি। নিজেকে আরও কট্টরপন্থি জাতীয়তাবাদী প্রমাণের চেষ্টা করছেন তিনি। যদিও তুর্কি জনগণের একদল পরিবর্তন চাইলেও আরেক দল ভরসা রাখতে চান আগের সরকারেই।

ইতিহাসের প্রথমবার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় ধাপে। বিভিন্ন জরিপ বলছে, প্রথম ধাপে ভোট দিয়েছেন এমন অনেকেরই দ্বিতীয় ধাপের ভোট দেওয়ায় আগ্রহ নেই। বিশ্লেষকদের মত, এমন পরিস্থিতিতে ভোটার উপস্থিতিও বড় প্রভাব ফেলতে পারে দুই প্রার্থীর ভোট ব্যাংকে।