তাইওয়ান ইস্যুতে ভয়ংকর বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

তাইওয়ান ইস্যুতে খুব ভুল ও ভয়ংকর বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছে চীন। ওয়াশিংটনের তাইওয়ানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলেও দাবি করেছে চীন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের মধ্যকার ৯০ মিনিটের বৈঠকে চীন তার অভিযোগের কথা সরাসরি জানিয়েছে। শুক্রবার জাতিসংঘের বৈঠকের ফাঁকে তারা এই আলোচনা করেন।

মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘মন্ত্রী (ব্লিনকেন) এটা পরিষ্কার করেছেন যে আমাদের দীর্ঘদিনের এক-চায়না নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ওই প্রণালীতে (তাইওয়ান) শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যেটা খুবই গুরুত্বপূর্ণ।’

আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ওয়াশিংটন খুব ভুল ও ভয়ংকর বার্তা তাইওয়ানে পাঠাচ্ছে এবং তাইওয়ানের স্বাধীনতা কার্যক্রমকে আরও তরান্বিত করছে; আর এতে শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা আরও কমছে। তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ ঘটনা এবং এই তরিকায় যুক্তরাষ্ট্রের তাতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।’

সূত্র: আল জাজিরা