তাজমহল থেকে একের পর এক বিষাক্ত সাপ বের হচ্ছে

শাহজাহান-মমতাজের অমর প্রেমের সৌধ হচ্ছে আগ্রার তাজমহল। আর সেখান থেকেই বের হচ্ছে একের পর এক বিশাক্ত সাপ! তাজমহলে সাপ দেখার পরেই বন কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। ৫ দিনের ব্যবধানে দেখা দিয়েছে এই সাপগুলো।

৫ ফুট লম্বা র‍্যাটেল স্ন্যাক ও একটি বিশালাকৃতি অজগর পাওয়া গিয়েছিল।

লকডাউনের জেরে তাজমহল দীর্ঘ সময় ট্যুরিস্টদের জন্য বন্ধ রাখা হয়েছে৷ একের পর এক জন্তু -জানোয়ার সব ধরা পড়ছে৷ তারমধ্যে পরপর দুটি এত বড় সাপ ধরা পড়ায় প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়েছে৷ ২ টি সাপকেই ধরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

আগের বার জলের জায়গার কাছ থেকে সাপ বেরোনোর পর এবার সাপ পাওয়া যায় তাজমহলের ভিতরে থাকা পুলিশের কিয়স্ক থেকে।

বীরপাল সিং জানিয়েছেন তারা পোস্টের কাছে আজব আওয়াজ শুনছিলেন৷ কাছে গিয়ে সাপের আকার আয়তন দেখে চমকে ওঠেন৷ বন্যপ্রাণ দফতর ওই সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন৷ এই সাপটি বিষাক্ত কোবরার সঙ্গে অনেকাংশে মেলে।