তাবেলা সিজার হত্যা মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত ।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তাদের সাক্ষ্য গ্রহণ করেন।

সাক্ষীরা হলেন, সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার শেখ এ জেড এম ফয়সাল মাহমুদ এবং তৌফিকুর রহমান। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আগামী ২০ জুন পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন। মামলাটিতে এ পর্যন্ত ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

এদিকে মামলাটিতে আজ তৌফিকুর রহমানের দেওয়া সাক্ষ্যকে বৈরী ঘোষণা করে তাকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শোয়েব জেরা করেন।

মামলাটিতে বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে গত বছর ২৫ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত।

ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী গত বছরের ২৮ জুন মামলাটিতে এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অপর ছয় আসামি হলেন- এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙরি সোহেল।

তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিনসহ স্বীকারোক্তিকারী চারজন কারাগারে এবং কাইয়ুম ও সোহেল পলাতক।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।