তাবেলা হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক : ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই এম এ মতিনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার (৫০)।

এ মামলায় ২০১৬ সালের ২৫ অক্টোবর এ মামলার আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেন এম এ মতিন। যেটি মঙ্গলবার খারিজ হয়ে যায়।

বিচারিক আদালতে মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।