তারেক বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ‘সরকারের প্রতিহিংসা’ হিসেবে দেখছে বিএনপি। সরকারের নির্দেশেই এই পরোয়ান জারি হয়েছে বলেও দাবি দলটির। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক। যে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে সরকারি আক্রমণের শিকার হয়ে জোরপূর্বক ছুটিতে পাঠিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়, সেখানে বিরোধীদলের নেতারা সরকারের কী ধরনের নিষ্ঠুর আক্রোশের শিকার হবেন তা সহজেই অনুমেয়।’ রিজভী বলেন, ‘প্রধান বিচারপতিকে হেনস্তার মাধ্যমে বর্তমানে নিম্ন আদালতকে বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাহী বিভাগের আদেশে কীভাবে চলতে হবে। আওয়ামী শাসকগোষ্ঠী অমানবিক নষ্টবুদ্ধি নিয়ে বিনাভোটে দেশ চালাচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সরকারেরই নির্দেশে।’ তারেক রহমানকে আওয়ামী লীগ প্রতিপক্ষ মনে করে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসনের প্রতিবাদী কণ্ঠস্বর হল বিএনপি তথা জিয়া পরিবার। তাই তাদের হেনস্তা করতে হবে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে হবে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। তারেক রহমান বারবার প্রতিহিংসার শিকার।’ সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে আবুল খায়ের ভুইয়া, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।