তালতলীতে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের মানববন্ধন

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :বরগুনার তালতলীতে মাননীয় সংসদ সদ্যস এ্যাড:ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার পরিবারকে নিয়ে ৩১শে জুলাই দৈনিক যুগান্তুর পত্রিকায় প্রকাশিত “জোর করে রাখাইন সম্প্রদায়ের জমি দখল ও দেশ ত্যাগের বাধ্য করায় মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানববন্দন  অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯আগষ্ট) সকাল ১১টায় তালতলী উপজেলার বৌদ্ধ মন্দির সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
তালতলী রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন-রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধি মি:খেমংলা,রাখাইন বুদিষ্ট ওয়েলফার এ্যাসোসিয়েশন সহ-সভাপতি চিংথান মং,রাখাইন ডেভেলপমেন্ট  ফাউন্ডেশন আঞ্চলিক পরিচালক মি:তাহান বাবু। ক্রীড়া সংগঠক ধলুশে প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,৩১ জুলাই একটি গণমাধ্যমে ( দৈনিক যুগান্তর পত্রিকায়) বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার পরিকারকে নিয়ে রাখাইনদের জমি দখলে নিয়ে প্রকাশিত খবরকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।