তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ সম্প্রতি আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একটি অংশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়।

তিনি বলেন, ভয় পেলে ভয়, না পেলে কিছু নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমি আফগানিস্তান-প্যালেস্টাইন নিয়ে কথা বলেছি। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশ থেকে সেখানে (আফগানিস্তান) গিয়ে ট্রেনিং নিয়ে আসে অনেকে। আমরা এরকম অনেক ঘটনা সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনেছি। যেমন- হলি আর্টিসানের ঘটনা।

জঙ্গি-সন্ত্রাসের বিষয়ে সচেতনতা তৈরি করার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা যে দেশের জন্য মঙ্গল বয়ে আনে না, এটা যে দেশের জন্য ক্ষতিকর-এ বিষয় মানুষকে বোঝাতে হবে। আমরা শান্তি চাই।

মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সাংবাদিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।