তাসমানিয়ান এবং অস্ট্রেলিয়া এই দুই মহাদেশ সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন

তাসমানিয়ান এবং অস্ট্রেলিয়া এই দুই মহাদেশ সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন, তাদের নিশ্চয়ই এটি জানা আছে যে এই অঞ্চলে ট্যুরিস্ট ব্যবসা খুব জমজমাট হয়। নানা অঞ্চল থেকে প্রতি বছর বহু মানুষ এখানে আসেন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এবং সেই সাথে ডাইভিংও।

কিন্তু সমুদ্রে নামার সাথে সাথে একটি প্রাণীর ভয়ে থাকতে হয় আর তা হচ্ছে জেলীফিশ। এই অঞ্চলে জেলীফিশের উপদ্রব একউ বেশি এবং বেশিরভাগই বিষাক্ত। এসব জেলীফিশ সম্পর্কে খুব বেশি জানা থাকে না বিধায় এদের আক্রমণে কেমন ধরণের চিকিৎসা হওয়া উচিত বা কিভাবে এদের থেকে দূরে থাকা উচিত।

জেলীফিশ

জেলীফিশ বিশেষজ্ঞ লিসা গারশিনের সাথে নিল জনসন ও ইয়ান গোশিনন নামের দুই ব্যবসায়ী এবার এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন যার মাধ্যমে জানা যাবে কোন ধরণের জেলীফিশ সাগরের মাঝে রয়েছে। এই অ্যাপের মাধ্যমে ডাইভারদের অনেক সুবিধা হবে। তারা জানতে পারবেন যে সাগরের যে স্থানটি তারা অতিক্রম করছেন সেখানে বিপদজনক কোন জেলীফিশ রয়েছে কি না।

অ্যাপের সাহায্যে এবার জেলীফিশ শনাক্ত

এছাড়াও এই অ্যাপে রয়েছে জিপিএস ট্র্যাকার যার মাধ্যমে অঞ্চলভেদে শনাক্ত করা যাবে জেলীফিশের। নিল ও ইয়ান বলেন,

“আমরা কোন ধরণের বাণিজ্যিক উদ্দেশ্যে এই অ্যাপটি তৈরি করি নি। পর্যটকেরা এখানে যাতে একটি সুন্দর একটি সময় কাটাতে পারেন কোন ধরণের ভয় ছাড়াই, তার একটি চেষ্টা মাত্র।”