তাড়াশে অবৈধ পুকুর খননের দায়ে ভূমি দস্যু হজরতের কারাদন্ড

তানজির টিটুঃ সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে তিন ফসলী জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অপরাধে হজরত আলী (৪৫) নামের এক ভূমিদস্যু কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকইদিঘী এলাকায় অবৈধভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকইদিঘী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে হজরত আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার সাকইদিঘী এলাকায় তিন ফসলী জমিতে অবৈধ পুকুর খনন করছেন এবং উক্ত মাটি বহন করে রাস্তার ক্ষতি করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হজরত আলী কে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ফসলী জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।