তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ওপর হামলা, যুবক গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার এক মন্ত্রীর ওপর হামলার সময় এক যুবককে গুলি করেছে পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার তিউশিয়ার রাজধানীতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে ছুরি নিয়ে হামলার চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটকের চেষ্টা করে।

একপর্যায়ে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী। হামলার সময় ধারণ করা ছবিতে দেখা যায়, ওই হামলাকারী একটি গাড়িবহর লক্ষ্য করে দৌড়েতে থাকে। পরে নিরাপত্তা বাহিনীও তার পিছু নেয়। একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

হামলাকারী কট্টরপন্থি গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।

সূত্র রয়টার্স