তিন ইসরায়েলি নাগরিককে অপহরণ করেছে রুশ বাহিনী: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনী ইউক্রেনের মেলিতোপোল শহরে তিন ইসরায়েলি নাগরিককে অপহরণ করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ইসরায়েলি সরকারকে রুশ বাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী।

ইরিনা ভেরেশচুক বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইসরায়েলি সরকারের অবস্থান দেখে ইউক্রেনের ইহুদিরাসহ নাগরিকেরা হতাশ হয়েছেন। আমি নিশ্চিত যে, ইসরায়েলি জনগণ ইউক্রেনের পক্ষে রয়েছে।’

এর আগে ইউক্রেন-রাশিয়া সংকট ইস্যুতে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার জন্য জেরুজালেম সম্ভাব্য ‘সঠিক স্থান’ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংকট সমাধানে মধ্যস্থতা এবং ভবিষ্যৎ শান্তির জন্য ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে।

ভলোদিমির জেলেনস্কি গত রোববার ইউক্রেনের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তায় বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বৈঠক আয়োজনের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।’

জেলেনস্কি আরও বলেন, ‘আমরা তাঁর (ইসরায়েলি প্রধানমন্ত্রী) প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। আমরা যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করব এবং সে বৈঠকের সম্ভাব্য স্থান হতে পারে জেরুজালেম।’

‘শান্তির সন্ধানে আলোচনার জন্য এটাই (জেরুজালেম) সঠিক জায়গা’, যোগ করেন জেলেনস্কি।