অ্যাপল

তিন মাসেই ১১১ বিলিয়ন ডলার বিক্রি

বড় দিন উপলক্ষে মোবাইল, ল্যাপটপ বিক্রিতে রেকর্ড গড়েছে জায়ান্ট কোম্পানি অ্যাপল। ২০২০ এর শেষ তিন মাসেই ১১১ বিলিয়ন ডলারের বিক্রি করেছে। যা তার আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি।

করোনা মহামারি যেন আরও আশীর্বাদ হয়ে এসেছে অ্যাপলের জন্য। মহামারির এ সময় ঘরমুখী মানুষের অন্যতম সঙ্গী মোবাইল ফোন, ল্যাপটপ। আগ্রহ বেড়েছে নতুন নতুন প্রযুক্তি পণ্যের প্রতি। অনলাইনভিত্তিক কেনাকাটাও অনেক বেড়েছে। ঘরবন্দি মানুষের এ আগ্রহ অ্যাপলকে সুযোগ করে দিয়েছে।

সারাবিশ্বে অ্যাপলের ১ দশমিক ৬৫ বিলিয়ন সচল ডিভাইস আছে। এরমধ্যে ১ বিলিয়ন আইফোন। অ্যাপল তার নতুন মডেলের আইফোন-১২ দিয়ে বাজার বাজিমাত করেছে। রেকর্ড সংখ্যক ক্রেতা তাদের পুরানো মোবাইলটি পরিবর্তন করে আরও উন্নত প্রযুক্তির সমন্বয়ের আইফোন-১২ বেছে নিয়েছে। অ্যাপল পণ্যের চাহিদা চীন, হংকং, তাইওয়ানে বেড়েছে ৫৭ শতাংশ, ইউরোপে ১৭ শতাংশ আর আমেরিকায় বেড়েছে ১১ শতাংশ।

অ্যাপেলের চিফ ফাইনান্সিয়াল অফিসার লুকা মায়েস্ট্রি বলেন, অ্যাপল পণ্য সারা বিশ্বেই ভালো করছে। গেলো বছর আমাদের বেশ ভালো কেটেছে। এখন আমরা মার্চ পর্যন্ত বছরের শুরুর চতুর্থাংশের লক্ষ্যের দিকে তাকিয়ে আছি।

বিশ্লেষক ড্যান ইভস অ্যাপলের পুরানো ফোনের পাশাপাশি নতুন ফোনের প্রযুক্তির সমন্বয় আর বিক্রির সাফল্য আখ্যা দিয়েছেন ‘সুপার সাইকেল’ হিসাবে।

অ্যাপল জানায়, শেষ তিন মাসে তাদের ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলার লাভ হয়েছে। যা আগের বছরের চেয়ে ২৯ শতাংশ বেশি। শুধু আইফোন নয়, অন্য মোবাইল কোম্পানি, মাইক্রসফট, ফেসবুক, হোয়ার্টসঅ্যাপেরও মুনাফা বেড়েছে। করোনায় অনলাইন কেনাকাটা বাড়ার ফলে ৩০ শতাংশ বেশি লাভ হয়েছে ফেসবুকের। হোয়ার্টস অ্যাপ, ইনস্ট্রাগ্রামের ব্যবহার বেড়েছে ২০১৯ সালের চেয়ে ১৫ শতাংশ বেশি।