তিন মাসে মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র উপজাতি গ্রুপগুলিতে ১৬০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গত তিন মাসে মিয়ানমারের শান রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র উপজাতি গ্রুপগুলির লড়াইয়ে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত বছরের নভেম্বরে চীন সীমান্তের কাছে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সশস্ত্র উপজাতিগুলি। এ ঘটনায় এ পর্যন্ত প্রায় ২০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। অবশ্য আশির দশক থেকে স্বাধীন আবাসভূমির দাবিতে বিদ্রোহ করে কাচিন রাজ্যের বাসিন্দারা। পরবর্তীতে সরকারের সঙ্গে শান্তিচুক্তি হলেও ২০১১ সালে তা ভঙ্গ করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকে দুই পক্ষের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়। ওই সময় বাস্তচ্যুত হয় প্রায় এক লাখ লোক। গত বছর বিদ্রোহীদের জোট নর্দান অ্যালায়েন্স সেনাবাহিনীর ওপর হামলা চালায়। সেনাবাহিনী গোলন্দাজ ইউনিট ও বিমান বাহিনী দিয়ে এ হামলার জবাব দেয়।

সংঘর্ষের পর মঙ্গলবার প্রথমবারের মতো হতাহতের পূর্ণ তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী। এতে বলা হয়েছে, সংঘর্ষে ৭৪ সেনা, ১৫ পুলিশ, সরকারের সহযোগি বাহিনীর ১৩ সেনা এবং ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

চিফ অব জেনারেল স্টাফ জেনারেল মায় তুন উ বলেছেন, আমাদের কাছে শত্রুর ৪৫টি মৃতদেহ আছে এবং চারজনকে আমরা আটক করেছি।