‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

রোববার (৯ অক্টোবর) সকালে তিস্তা নদীর ব্যারেজ এলাকা পরিদর্শন করেন তিনি।

তিনি জানান, বাংলাদেশ সরকার চীন সরকারকে অনুরোধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। বর্তমানে প্রকল্পটির সব তথ্যাদি চীন সরকারের সংশ্লিষ্ট দফতরে নিরীক্ষার কাজ চলছে। আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি।
প্রকল্পটি স্থানীয়দের জন্য অনেক উপকারী। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয়দের উন্নয়ন হবে।

এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হক, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনসহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।