তেজগাঁও রেললাইন এলাকায় মাদকের আখড়া উচ্ছেদ

কাওরান বাজার

মাদকের আখড়া অভিযোগে রাজধানীর তেজগাঁও রেললাইন সংলগ্ন প্রায় একশ’ ঝুপড়ি ঘর উচ্ছেদ করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, এফডিসি সংলগ্ন রেললাইনের পাশে থেকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড পর্যন্ত যতগুলো ঝুপড়ি ঘড় ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। ঘরের সংখ্যা আনুমানিক ১০০টি হবে।

‘এসব ঝুপড়ি ঘড় থেকে মাদক বিক্রি করা হচ্ছিল। এছাড়া এগুলোতে মাদক সেবনের আড্ডাও বসতো। কিছুদিন আগেই আমরা এখান থেকে বেশ কয়েকজনকে মাদকসহ গ্রেফতার করি। এসব ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিল মানুষজন। সার্বিক পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে ঘরগুলো ভেঙে দেওয়া হয়।’